Class 7 Mathematics Model Activity Task Part 2 Answer February 2022

‘WB Institute’  এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৭ পার্ট ২ ( Model Activity Task Class 7 Part 2) – এর গণিত (Mathematics) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। 

তোমরা সবার আগে অবশ্যই নিজে করার চেষ্টা করবে। তারপর কোনরকম অসুবিধা হলে তোমরা আমাদের সাজানো উত্তরের সাহায্য নিতে পারো। উত্তরগুলি খাতায় তোমরা করার আগে অবশ্যই মন দিয়ে পড়ে তারপর লেখা শুরু করবে ।

Table of Contents

ফেব্রুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৭ (সপ্তম শ্রেণী)

বিষয় – গণিত 

পূর্ণমান – ২০


February Model Activity Task Class 7 Part 2 Answer

( গণিত )

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে – 

1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : (1×4 = 4) 

(i) 9: 15 অনুপাতটির লঘিষ্ঠর আকার হলাে 

(a) 18:30

(b) 9:1 

(c) 1:15

(d) 3:5 

(iI) একটি শ্রেণিতে 36 জন বালক এবং 28 জন বালিকা আছে, ঐ শ্রেণিতে বালিকা এবং বালকের সংখ্যার অনুপাত হবে 

(a) 9:9 

(b) 7:9 

(c) 9:14

(d) 18:7 

(iii) 5: 15 এবং 2 : 3 অনুপাত দুটিকে তুলনা করলে ছােটো অনুপাতটি হবে

(a) 2:3

(b) 3:2

(c) 3:1

(d) 5:15 

(iv) দুটি বাড়ির দামের অনুপাত 4 : 3 হলে, প্রথম বাড়ির দামের আনুপাতিক ভাগ হার হবে

(a)  \frac{4}{3}

(b) \frac{3}{4}

(c)  \frac{4}{7}

(d)  \frac{3}{7}

2. সত্য/মিথ্যা লেখাে : (1×3 = 3)

(i) অনুপাতের কোনাে একক নেই।

উত্তর:- সত্য

(ii) a:b অনুপাতটির ভগ্নাংশ আকার হলাে abab

উত্তর:- সত্য

(iii) 1 টাকা এবং 1.30 টাকার অনুপাত হলাে 10:13

উত্তর:- সত্য

3. (i) লঘিষ্ঠ আকারে একটি অনুপাত 5:7 এবং এই অনুপাতটির পূর্বপদ 45 হলে, উত্তরপদটি নির্ণয় করাে।  2

উত্তর:- ধরি, উত্তরপদ = x

∴  নির্ণেয় উত্তর পদ = 63

(ii) 2\frac{1}{4}:\frac{5}{8}  অনুপাতটি লঘিষ্ঠ আকারে পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করাে।  (2)

উত্তর:- 2\frac{1}{4}:\frac{5}{8}

(iii) মিশ্র অনুপাত নির্ণয় করাে : 2kg:480 gm এবং 120 min:150 min. (2)

ত্তর:- প্রথম অনুপাত =2kg : 480 gm

(iv) ধান চাষের জন্য 17 বস্তা গােবর সারের সঙ্গে 3 বস্তা সজির খােসা মেশানাে হলাে। মিশ্রণে সজ্জির খােসার বস্তার অনুপাতিক ভাগ হার নির্ণয় করাে। (2)

উত্তর:-

মিশ্রনে গবর সার =17 বস্তা

এবং সব্জির খসা=৩ বস্তা

অতএব মিশ্রনে গোবর সার ও সব্জির খোসার অনুপাত =17:5=17+3=20

মিশ্রণে সজ্জির খােসার বস্তার অনুপাতিক ভাগ হার  \frac{3}{20}

4. 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তা নির্ণয় করাে। (5)

উত্তর:- মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে প্রদত্ত টাকার অনুপাত 2:3:4:2

সুতরাং, 2+3+4+2=11

মধুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগ হার = \frac{2}{11} অংশ

মানসের “””””””””””””””””””””””””””””” = \frac{3}{11} অংশ

কুন্তলের “”””””””””””””””””””””””””””””= \frac{4}{11} অংশ

ইন্দ্রের “””””””””””””””””””””””””””””” =  \frac{2}{11} অংশ

মধু টাকা পায় = 12100 টাকার  \frac{2}{11} অংশ

অতএব,

মধু , মানস, কুন্তল ও ইন্দ্র পাবে 2200, 3300, 4400, 2200 টাকা।

আপনি যদি এই পোস্টটি পড়তে পছন্দ করেন এবং এটি সহায়ক মনে করেন দয়া করে এটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে ভাগ করুন। এই পোস্টটি ভাগ করে নেওয়ার জন্য আপনার একটি পয়সাও খরচ হবে না তবে এটি কারও দিন তৈরি করতে পারে।

Leave a Comment