মৃত আগ্নেয়গিরি কাকে বলে ?

উত্তর:- যেসব আগ্নেয়গিরি থেকে অতিপ্রাচীনকালে অগ্ন্যুৎপাত ঘটলেও ভবিষ্যতে আর কখনোই অগ্ন্যুৎপাত ঘটার সম্ভাবনা নেই, সেইসব আগ্নেয়গিরিকে মৃত আগ্নেয়গিরি বলে। এইসব আগ্নেয়গিরির জ্বালামুখে হ্রদ বা জলাশয় সৃষ্টি হয়।

যেমন— মায়ানমারের মাউন্ট পোপো এই ধরনের আগ্নেয়গিরি।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। যাইহোক, এটি মোটেই নয় কারণ আপনি উপরে উল্লিখিত ধাপে ধাপে লেখা উত্তরগুলি অনুসরণ করে এটি সমাধান করতে পারেন।যদি আপনি আপনার সমস্যা থেকে সমাধান না পেয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment