প্রশ্ন:- মুন্ডা বিদ্রোহের প্রধান কারণগুলি কী কী ?
অথবা, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্যগুলি কী ছিল ?
উত্তর:- মুন্ডা বিদ্রোহের প্রধান কারণগুলি হল —
( ১ ) ব্রিটিশ সরকার কর্তৃক মুন্ডাদের চিরাচরিত খুঁৎকাঠি প্রথার অবসান ঘটানো,
( ২ ) মুন্ডাদের আইনি বিচার ও সামাজিক আইন বাতিল করে দেওয়া,
( ৩ ) মহাজন, চা ব্যবসায়ী, জমিদারদের নির্লজ্জ শোষণ,
( ৪ ) বেঠবেগারি প্রথা,
( ৫ ) খ্রিস্টধর্মে মুন্ডাদের দীক্ষিত করার চেষ্টা করা,
( ৬ ) মুন্ডাদের জমিগুলিকে কৌশলে জমিদার কর্তৃক খাস জমিতে (‘মাঝিহাম’) পরিণত করা,
( ৭ ) অজন্মা ও দুর্ভিক্ষে সরকারের উদাসীনতা,
( ৮ ) মুন্ডা উপজাতির পুঞ্জীভূত ক্ষোভ ও অসন্তোষ ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।