মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল ?

প্রশ্ন:- মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল ?

উত্তর:- মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল —

প্রথমত, জমিদার, মহাজন, পাদরি ও ঠিকাদারদের আক্রমণ করে এবং প্রশাসন ও আদালতকে অমান্য করে স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা করা ।

দ্বিতীয়ত, মুন্ডাদের নিজস্ব জমি ব্যবস্থা ‘খুঁৎকাঠি’ প্রথা, মুন্ডাদের নিজস্ব শাসন, আইন ও বিচারব্যবস্থা ফিরিয়ে এনে সমগ্র মুন্ডাসমাজকে বেগার শ্রমদান, শোষণ ও ধর্মান্তরিতকরণের হাত থেকে রক্ষা করা ।

তৃতীয়ত, অরণ্যের ওপর আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠাও ছিল এই বিদ্রোহের অন্যতম লক্ষ্য ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গে আপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ।

Leave a Comment