নীলকররা নীলচাষিদের ওপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো ।

সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর : দুই বাতিনটি বাক্যে উত্তর দাও (প্রশ্নমান ➜ 2) 


প্রশ্ন:- নীলকররা নীলচাষিদের ওপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো ।

উত্তর:- নীলকররা যেভাবে নীলচাষিদের ওপর অত্যাচার করত তা হল –
প্রথমত, চাষিরা নীলচাষ করতে না চাইলে নীলকরদের লাঠিয়াল, পাইক, বরকন্দাজবাহিনী তাদের ধরে এনে কুঠিতে আটকে রেখে মারধোর করত ।

দ্বিতীয়ত, চাষিদের ধান, তামাকের জমি নষ্ট করে দেওয়া হত, তাদের গোরুবাছুর কেড়ে নিয়ে কুঠিতে রেখে দিত । নীলচাষ না করলে চাষিদের চাবুক দিয়ে মারা হত ।

তৃতীয়ত, নীলচাষে অনিচ্ছুক কৃষকদের পরিবারের নারীদের অসম্মান করা হত ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment