নাইট্রিফিকেশন বলতে কী বোঝ ?

উত্তর:- যে পদ্ধতিতে বিভিন্ন অণুজীব মৃত্তিকাস্থিত অ্যামোনিয়াকে নাইট্রেট ও নাইট্রাইট যৌগে রূপান্তরিত করে, তাকে নাইট্রিফিকেশন বলে। বিভিন্ন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেমন—নাইট্রোসোমোনাস (Nitrosomonas) ও নাইট্রোব্যাকটর (Nitrobacter) প্রভৃতি এই পদ্ধতিটি সম্পন্ন করে।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment