তোমার এলাকার ঐতিহ্যবাহী পুরোনো গ্রন্থাগারটির উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি পত্র লেখো। 

তারিখ – ০১/০১/২০২৩
সম্পাদক সমীপেষু
দৈনিক দেবযান পত্রিকা, 
১৯৫ এন সি বোস রোড, কলকাতা ৩0

বিষয়: ঐতিহ্যবাহী পুরোনো গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণ

সবিনয় নিবেদন, 

দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার একটি বর্ধিষ্ণু গ্রাম গোকর্ণী। এই গ্রামের বহু কৃতী মানুষ তাঁদের কাজের দ্বারা শিক্ষাদীক্ষায় নিজের ও গ্রামের মুখ উজ্জ্বল করেছেন। আপনাকে জানাতে চাই, গ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী প্রন্থাগারটি অবহেলায় ক্রমশ অস্তিত্ব হারাচ্ছে। গ্রন্থাগারটির দশা ভগ্নপ্রায়। তাই বহু অমূল্য গ্রন্থ যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে গ্রন্থাগারটি আরও বিপন্ন হয়ে পড়বে। তাই আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে এ বিষয়ে আমি রাজ্যসরকারের সংশ্লিষ্ট দফতর এবং আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। অবিলম্বে ওই গ্রন্থাগারটিকে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করি, আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন।

                                                                     নমস্কারান্তে
শ্রীতমা দত্ত

গোকর্ণী, মগরাহাট 
দঃ ২৪ পরগনা

 ╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। যাইহোক, এটি মোটেই নয় কারণ আপনি উপরে উল্লিখিত ধাপে ধাপে লেখা উত্তরগুলি অনুসরণ করে এটি সমাধান করতে পারেন।যদি আপনি আপনার সমস্যা থেকে সমাধান না পেয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment