উত্তর:- যদি কোনো মানুষ খাদ্য গ্রহণের পর অসুস্থ হয়ে পড়েন, তবে বুঝতে হবে যে খাদ্যে হয়তো কোনো অণুজীবের সংক্রমণ ঘটেছে। সাধারণত ছত্রাক আর ব্যাকটেরিয়া খাদ্যের সংস্পর্শে এলে খাদ্যে উপস্থিত নানা জৈব যৌগকে বিয়োজিত করে ফেলে এবং এইসব অণুজীবের দেহ থেকে বেরোনো বিষাক্ত পদার্থ খাদ্যের সঙ্গে মিশে খাদ্যকে ব্যবহারের অনুপযোগী করে তোলে। এইরকম খাদ্য খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।