অতীত কালের ভাগগুলি লেখো ?

উত্তর:- যে ক্রিয়ার কাজ পূর্বেই শেষ হয়ে গেছে তার কালকে বলা হয় অতীত কাল।অতীত কালের ভাগগুলি হলো –

[১] সাধারণ বা সামান্য বা নিত্য অতীত:— কোনো কাজ অল্পক্ষণ পূর্বে শেষ হয়েছে বোঝালে সেই ক্রিয়ার কালকে সাধারণ বা সামান্য বা নিত্য অতীত বলা হয়।
যেমন:— (১) বাবা বাজার থেকে ফিরলেন। (২) আমি ‘পথের পাঁচালী’ পড়লাম।

[২] ঘটমান অতীত:— কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলেছিল, এরূপ বোঝালে সেই ক্রিয়ার কালকে ঘটমান অতীত বলে।
যেমন:— (১) এই পথ ধরেই তারা যাচ্ছিল। (২) আমি একমনে বই পড়ছিলাম।

[৩] পুরাঘটিত অতীত:— কাজটি বহুপূর্বে শেষ হয়ে গেছে, বর্তমানে তার কোনো ফল অবশিষ্ট নেই, এরূপ বোঝালে সেই ক্রিয়ার কালকে পুরাঘটিত অতীত বলা হয়।
যেমন:— (১) মামা-মামিরা আমাদের বাড়িতে এসেছিলেন। (২) বাবা-মায়ের সঙ্গে আমরা বেড়াতে গিয়েছিলাম। (৩) ক্রিকেট ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি হয়েছিল।

[৪] নিত্যবৃত্ত অতীত:— কোনো কাজ অতীতে প্রায়ই হত বা হওয়ার সম্ভাবনা ছিল বোঝালে সেই ক্রিয়ার কালকে নিত্যবৃত্ত অতীত বলা হয়।
যেমন:— (১) আমি গঙ্গায় সাঁতার কাটতে যেতাম। (২) পুজোর ছুটিতে দিপুরা বেড়াতে আসত।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। যাইহোক, এটি মোটেই নয় কারণ আপনি উপরে উল্লিখিত ধাপে ধাপে লেখা উত্তরগুলি অনুসরণ করে এটি সমাধান করতে পারেন। যদি আপনি আপনার সমস্যা থেকে সমাধান না পেয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment