ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল ?

প্রশ্ন:- ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল ?

উত্তর:- ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য ছিল –

প্রথমত, ইসলামের শুদ্ধিকরণ ও ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে ‘তরিকা – ই – মোহম্মদীয়া’ (মোহম্মদ নির্দেশিত পথ) প্রতিষ্ঠা করা ।

দ্বিতীয়ত, ধর্মীয় উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনের সূচনা হলেও ক্রমেই তা ব্রিটিশ – বিরোধী রাজনৈতিক আন্দোলনের রূপ ধারণ করে ।

তৃতীয়ত, এই আন্দোলনের লক্ষ্য ছিল অত্যাচারী শাসক ও জমিদারদের শোষণ থেকে কৃষকদের মুক্ত করা, নিম্নবর্গের মানুষদের আর্থিক সংকট থেকে মুক্ত করা ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। যাইহোক, এটি মোটেই নয় কারণ আপনি উপরে উল্লিখিত ধাপে ধাপে লেখা উত্তরগুলি অনুসরণ করে এটি সমাধান করতে পারেন। যদি আপনি আপনার সমস্যা থেকে সমাধান না পেয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment