উত্তর:- ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন যে তরঙ্গ কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যম দিয়ে প্রবাহিত হয়, তাকে P তরঙ্গ (primary wave) বলে।
▶ বৈশিষ্ট্য:-
(১) গতিবেগ:- এটি সবচেয়ে দ্রুতগামী (বেগ প্রতি সেকেন্ডে প্রায় 6 কিমি) তরঙ্গ যা সর্বপ্রথম ভূমিকম্পের উপকেন্দ্রে এসে পৌঁছোয়।
(২) মাধ্যম:- কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে ক্রমসংকোচন ও প্রসারণ প্রক্রিয়ায় এই তরঙ্গ প্রবাহিত হয়।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।