উত্তর:- পাললিক শিলা বৃষ্টি, তুষারপাত, নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে পাহাড়, পর্বত, মালভূমি ও সমভূমি ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়কার্যের ফলে উৎপন্ন পলি সাগর-মহাসাগর, নদী বা হ্রদে স্তরে স্তরে সঞ্চিত হয় এবং পরবর্তীকালে ওই পলি জমাট বেঁধে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা ( Sedimentary Rock) বলে।
❑ পাললিক শিলার শ্রেণিবিভাগ:- এই শিলায় বালি, পলি ও কাদার ভাগ বেশি থাকে। উদাহরণ: বেলেপাথর, কাদাপাথর, চুনাপাথর প্রভৃতি। পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলার শ্রেণিবিভাগ পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলার শ্রেণিবিভাগ দু-ভাবে করা যায়। যথা— (1) সংঘাত শিলা এবং (2) অসংঘাত শিলা
(1) সংঘাত শিলা:– প্রাচীন শিলা চূর্ণবিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে সংঘাত শিলা বলে।
▪ উদাহরণ- কংগ্রোমারেট, ব্রেকসিয়া প্রভৃতি।
(2) অসংঘাত শিলা:- রাসায়নিক বা জৈবিক উপায়ে যে শিলা সৃষ্টি হয় তাকে অসংঘাত শিলা বলে।
▪ উদাহরণ: চুনাপাথর, লবণ শিল্প প্রভৃতি।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।