পাত সংস্থান তত্ত্বের মূলকথা কী ?

উত্তর:-  পরিচয়:– আলফ্রেড ওয়েগনারের মহীসগরণ তত্ত্বের ওপর নির্ভর করে 1960-এর দশকে এক যুগান্তকারী আবিষ্কার ঘটে, যা প্রায় সমস্তরকম ভূপ্রাকৃতিক বিষয়ের বিজ্ঞানসম্মতভাবে স্পষ্ট ও সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে। এই তত্ত্বই হল পাত সংস্থান তত্ত্ব।

পতি সংস্থান তত্ত্বের প্রবক্তাগণ:- পিঁচো, উইলসন, ম্যাকেঞ্জি, পার্কার, মর্গান প্রমুখ ভূবিজ্ঞানীরা হলেন পাত সংস্থান তত্ত্বের প্রবক্তা।

পাতসংস্থান তত্ত্বের মূলকথা:- এই তত্ত্বের মূলকথা হল—ভূত্বক কতকগুলি দৃঢ় ও কঠিন খণ্ড বা পাতে বিভক্ত। ভূত্বকের নীচে বছ বহিঃগুরুমণ্ডলের অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে সৃষ্ট পরিচলন স্রোতের প্রভাবে এইসব পাত ধীরগতিতে বিভিন্ন দিকে চলমান অবস্থায় আছে। এর ফলে পাতগুলি তাদের সীমানা বরাবর কখনও একে অপরের দিকে, কখনও বিপরীত দিকে আবার কখনও বা পাশাপাশি ঘর্ষণ করে অগ্রসর হয়। আর এই কারণেই পাত সীমানা বরাবর ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ভঙ্গিল পর্বত, সমুদ্রখাত, দ্বীপমালা প্রভৃতির সৃষ্টি হয়।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।

Leave a Comment