সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর : দুই বাতিনটি বাক্যে উত্তর দাও (প্রশ্নমান ➜ 2)
প্রশ্ন:- ফরাজি আন্দোলনের দুটি বৈশিষ্ট্য লেখো ।
উত্তর:- ফরাজি আন্দোলনের দুটি বৈশিষ্ট্য হল —
প্রথমত, ফরাজি আন্দোলন ছিল মূলত সাম্প্রদায়িক এবং এই আন্দোলনের নেতৃত্বে ছিল মুসলিম ধর্মীয় গোষ্ঠী । এই আন্দোলন বহিরাগত ধর্মীয় আন্দোলন থেকে উৎসারিত ।
দ্বিতীয়ত, এই আন্দোলন প্রাথমিক পর্বে ইসলাম ধর্মের বিশুদ্ধিকরণের আন্দোলন রূপে শুরু হলেও তা শেষপর্যন্ত জমিদারবিরোধী, ইংরেজ বিরোধী আন্দোলনে পরিণত হয় ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।