‘ফরাজি – খিলাফত’ বলতে কী বোঝ ?

সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর : দুই বাতিনটি বাক্যে উত্তর দাও (প্রশ্নমান ➜ 2) 


প্রশ্ন:- ‘ফরাজি – খিলাফত’ বলতে কী বোঝ ?

উত্তর:- ফরাজিদের সুশৃঙ্খল প্রশাসনকে বলা হয় ‘ফরাজি খিলাফত’, এর কয়েকটি দিক হল —

প্রথমত, এই প্রশাসনের স্রষ্টা এবং সর্বোচ্চ পদাধিকারী দুদু মিঞাকে বলা হত ওস্তাদ (শীর্ষ প্রশাসক) এবং তাঁর সাহায্যকারীদের বলা হত খলিফা ।

দ্বিতীয়ত, দুদু মিঞার ফরাজি – খিলাফত – এর প্রধান কার্যালয় ছিল বাহাদুরপুর এবং এর অধীনে ছিল পূর্ববঙ্গের বেশ কয়েকটি অঞ্চল বা হলকা ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গে আপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ।

Leave a Comment