উত্তর:- পৃথিবীর সব ভঙ্গিল পর্বত একই সময়ে সৃষ্টি হয়নি। উৎপত্তির সময় বা বয়স অনুসারে ভঙ্গিল পর্বতকে দু-ভাগে ভাগ করা হয়-
(1) প্রাচীন ভঙ্গিল পর্বত:- বর্তমান সময় থেকে প্রায় 20 কোটি বছরেরও আগে সৃষ্টি হওয়া ভঙ্গিল পর্বতগুলিকে বলে প্রাচীন ভঙ্গিল পর্বত। যেমন— আরাবল্লি, অ্যাপালেশিয়ান, উরাল প্রভৃতি । এর ফলে প্রাচীন ভঙ্গিল পর্বত।
(2) নবীন ভঙ্গিল পর্বত:- যেসব ভঙ্গিল পর্বত বৰ্তমান সময় থেকে প্রায় 1-2.5 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে এবং বর্তমান কালেও এসব পর্বতের গঠন প্রক্রিয়া চলছে, তাদের নবীন ভঙ্গিল পর্বত বলে। যেমন—হিমালয়, আঙ্কস, রকি, আন্দিজ প্রভৃতি হল নবীন ভঙ্গিল পর্বত ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।