পৃথিবীর নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ার কারণ কী ?

উত্তর:- পৃথিবীর নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ার কারণগুলি হল নিম্নরূপ –

(1) অভিসারী পাত সীমানায় অবস্থান:- এই অঞ্চলগুলি অভিসারী পাত সীমানায় অর্থাৎ দুটি পাতের সংঘর্ষস্থলে অবস্থিত। এক্ষেত্রে হালকা পাতের নীচে ভারী পাতটি অনবরত প্রবেশ করার ফলে যে ঘর্ষণ ও সংঘর্ষ হয় তার ফলে ওই অঞ্চলে ভূমিকম্প হয় ।

(2) পর্বতের উত্থান প্রক্রিয়া:- নবীন ভঙ্গিল পর্বতের উত্থান প্রক্রিয়া এখনও চলতে থাকায় অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ।

(3) অন্যান্য:- এই অঞ্চলে প্রায়ই ভূমিধস ও অন্যান্য কারণে ভূমিকম্প হয়ে থাকে।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment