উত্তর:- রাসায়নিক সংযুক্তি অনুসারে আগ্নেয়শিলা চার ভাগে বিভক্ত। যথা—
(1) আম্লিক শিলা:- এই জাতীয় শিলায় সিলিকার পরিমাণ 65%-এর বেশি।
▪ যেমন – গ্রানাইট, রায়োলাইট ইত্যাদি।
(2) মধ্যবর্তী শিলা:- এতে সিলিকার পরিমাণ প্রায় 55%-65% 1
▪ যেমন – অ্যান্ডেসাইট, ডায়োরাইট ইত্যাদি।
(3) ক্ষারকীয় শিলা:- এই জাতীয় শিলায় সিলিকার পরিমাণ 45% 55%।
▪ যেমন – ব্যাসল্ট, গ্যাব্রো ইত্যাদি।
(4) অতি ক্ষারকীয় শিলা:– এতে সিলিকার পরিমাণ 45%-এর কম থাকে।
▪ যেমন – অবসিডিয়ান, পেরিডোটাইট ইত্যাদি।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।