উত্তর:- রূপান্তরিত শিলা:-
দীর্ঘ সময় ধরে ভূত্বকে প্রচণ্ড চাপ ও তাপের প্রভাবে আগ্নেয়শিলা ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ভৌত ও রাসায়নিক ধর্মবিশিষ্ট শিলায় পরিণত হয়। পূর্বের রূপ বা অবস্থার পরিবর্তন হয় বলে, এই শিলাকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা (Metamorphic Rock) ।
উদাহরণ:- গ্রানাইট (আগ্নেয়শিলা) থেকে নিস, চুনাপাথর (পাললিক শিলা) থেকে মারবেল, ফিলাইট (রূপান্তরিত শিলা) থেকে সিস্ট প্রভৃতি হল এই ধরনের শিলার উদাহরণ।
❑ শিলা রূপান্তরের পদ্ধতি:-
শিলা দুটি পদ্ধতিতে রূপান্তরিত হয়। যথা— (1) অত্যধিক তাপে, এবং (2) প্রচণ্ড চাপে
(1) অত্যধিক তাপে রুপান্তর :- উত্তপ্ত তরল ম্যাগমা বা লাভার সংস্পর্শে রূপান্তরিত শিলার সৃষ্টি হয় । উদাহরণ: পিট কয়লা থেকে গ্রাফাইট। এই অত্যধিক তাপের ফলে শিলার স্থানীয় বা স্পর্শ রূপান্তর হয়ে থাকে। স্থানীয় রূপান্তর বা স্পর্শ রূপান্তর: ভূগর্ভস্থ উত্তপ্ত লাভার সংস্পর্শে এসে স্থানীয়ভাবে শিলার রূপান্তর ঘটে। উদাহরণ: এই প্রক্রিয়ায় মারবেলের সৃষ্টি হয়।
(2) প্রচণ্ড চাপে:- ভূ-আন্দোলনের ফলে উৎপন্ন প্রবল চাপে রূপান্তরিত শিলা গঠিত হয় ৷ উদাহরণ: শেল থেকে স্লেট। এই অত্যধিক চাপের ফলে শিলার আঞ্চলিক রূপান্তর হয়ে থাকে। আঞ্চলিক রূপান্তর: প্রবল ভূ-আলোড়নের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শিলার এই জাতীয় রূপান্তর ঘটে। উদাহরণ: এই প্রক্রিয়ায় স্লেট গঠিত হয় ৷
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।