উত্তর:- রূপান্তরিত শিলার ব্যবহার:- রূপান্তরিত শিলার ব্যবহারগুলি হল—
(1) মূল্যবান খনিজ প্রাপ্তিতে রূপান্তরিত শিলাস্তরে তামা, সোনা, রুপো, অভ্র, ম্যাঙ্গানিজ প্রকৃতি মূল্যবান খনিজ পাওয়া যায়।
(2) নির্মাণ কাজে: স্লেট পাথর লেখার কাজে, ঘরের মেঝে ও টালি তৈরিতে ব্যবহৃত হয়। ও স্থাপত্য নির্মাণে মারবেল বাড়ি, মন্দির, স্মৃতিসৌধ ও স্থাপত্য নির্মাণে কাজে লাগে।
(3) বাঁধ তৈরিতে: নিম শিলা সেতু, বাঁধ প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়।
(4) মূল্যবান অলংকার তৈরিতে:গ্রাফাইট রূপান্তরিত হয়ে হিরা হলে তা মূল্যবান অলংকার তৈরিতে ব্যবহার করা হয়।
(5) রেললাইনের পাশে রেললাইনের পাশেও নিস এবং অ্যাম্ফিবোলাইট শিলার অবস্থান দেখা যায়।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।
valo