সাধুরীতি থেকে চলিতরীতিতে রূপান্তরের দৃষ্টান্ত লেখো

উত্তর:- সাধু:— সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত।

চলিত:— সুভা গোয়ালে ঢুকে দু-হাত দিয়ে সর্বশীর গলা জড়িয়ে তার কানের কাছে নিজের গাল ঘষত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তার গা চাটত ।

সাধু :— বেণী ক্রুদ্ধ নিরাশায় তাহাদের দিকে চাহিয়া দুই চোখে অগ্নিবর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করতে লাগিল এবং রমার একান্ত নিরুদ্যম স্তব্ধতার কোনো অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল।

চলিত:— বেণী ক্রুদ্ধ নিরাশায় তাদের দিকে চেয়ে দু-চোখে অগ্নিবর্ষণ করে মনে মনে অকথ্য গালাগাল করতে লাগল এবং রমার একান্ত নিরুদ্যম স্তব্ধতার কোনো মানে বুঝতে না পেরে তুষের আগুনে পুড়তে লাগল ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment