প্রশ্ন:- সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কী কী ছিল ?
উত্তর:- সাঁওতাল বিদ্রোহের উল্লেখযোগ্য কারণগুলি হল —
প্রথমত, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক নতুন ভূমিরাজস্ব নীতি, দামিন – ই – কোহের জঙ্গল কেটে সাফ করে সেখানে রাজস্ব পরিবেশ সহায়িকা আরোপ করে তা কঠোরভাবে আদায়ের ঘটনা সাঁওতালদের ঐতিহ্যগত সমাজে সংকট সৃষ্টি করেছিল ।
দ্বিতীয়ত, বহিরাগত ব্যবসায়ী ও মহাজন ( দিকু ) -র আগমন ও কেনারাম – বেচারাম বাটখারার মাধ্যমে ব্যবসায়ীদের শোষণ, এবং চড়া হারে সুদের বিনিময়ে ঋণদানের মাধ্যমে মহাজনদের শোষণ, ও কামিয়াতি নামক ঋণচুক্তির প্রচলন সাঁওতালদের আর্থিকভাবে বিপর্যস্ত করে দেয় ।
তৃতীয়ত, অরণ্যের অধিকারে হস্তক্ষেপ, পুলিশ প্রশাসনের নিপীড়ন, খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরিত করবার চেষ্টা, সাঁওতালদের মধ্যে অস্তিত্বের সংকট সৃষ্টি করেছিল ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।