প্রশ্ন:- সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয় ?
সাঁওতাল পরগনা কী নামে পরিচিত ছিল ?
উত্তর:- সাঁওতাল বিদ্রোহ শুরু হয় ১৮৫৫ খ্রিস্টাব্দে । এই বিদ্রোহ ‘খেরওয়ারি হুল’ নামেও পরিচিত ।
❑ সাঁওতাল পরগনা ‘দামিন – ই – কোহ’ বা পাহাড়ের প্রান্ত এলাকা নামে পরিচিত ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
এই পোস্টে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো। তোমাদের অসুবিধা হলে তোমরা এই পোস্টের সাহায্য নিতে পারো। উত্তর গুলি খাতায় করার আগে অবশ্যই মন দিয়ে দেখে তারপর খাতায় করবে।
আমাদের সাথে টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত এই ধরনের প্রশ্ন – উত্তর আমরা টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে থাকি ।