Model Activity Task Class 8 Science February 2022

‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৮ পার্ট ২ ( Model Activity Task Class 8 Part 2) – এর পরিবেশ ও বিজ্ঞান (Paribesh O Bigyan) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।

আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা,
আমরা পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task) জমা দেবে। তাই তোমাদের সুবিধার জন্য অতি সহজ ও সরলভাবে প্রশ্ন-উত্তরের সেট সাজানো হয়েছে।

Table of Contents

ফেব্রুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮ (অষ্টম শ্রেণী)

বিষয় – পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান – ২০


February Model Activity Task Class 8 Part 2 Answer

( পরিবেশ ও বিজ্ঞান )

১. ঠিক উত্তর নির্বাচন করাে :  (১x৩ = ৩) 

১.১ যে কোশীয় অণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে তা হলাে— 

(ক) গলজি বস্তু

(খ) নিউক্লিয়াস 

(গ) মাইটোকনড্রিয়া

(ঘ) লাহিসসাজোম

১.২ যে কোশীয় অঙ্গাণু প্রােটিন সংশ্লেষে সাহায্য করে তা হলাে

(ক) লাইসােজোম

(খ) রাইবােজোম 

(গ) সেন্ট্রোজোম

(ঘ) গলজি বস্তু

১.৩ উদ্দীপনা পরিবহণ করা যে কলার কাজ সেটি হলাে— 

(ক) আবরণী কলা

(খ) যােগ কলা 

(গ) পেশি কলা

(ঘ) স্নায়ু কলা

২. সংক্ষিপ্ত উত্তর দাও :  (১×৩ = ৩)

২.১ উজ্জ্বল আলােয় বর্ণদর্শনে সাহায্য করে কোন কোশ? 

উত্তর:– উজ্জ্বল আলােয় বর্ণদর্শনে সাহায্য করে শঙ্কু আকৃতির কোণ (cone) কোশ।

২.২ আমি একটি পর্দাঘেরা কোশ অঙ্গাণু যার মধ্যে পুরােনাে জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে। আমার নাম কী? 

উত্তর:– লাইসোজোম।

২.৩ ক্রোমােপ্লাস্টিডের কাজ কী? 

উত্তর:– ক্রোমোপ্লাস্টিডের কাজ হল –

 (i) সবুজ বর্ণ ব্যতীত উদ্ভিদের অন্যান্য বর্ণ ক্রোমোপ্লাস্ট প্রদান করে।

(ii) ক্রোমোপ্লাস্টের কারণে ফুলের বর্ণ আকর্ষণীয় হয় এবং কীটপতঙ্গ, প্রজাপতি আকৃষ্ট হয়ে পরাগায়ন ঘটায়।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : (২x৪ = ৮) 

৩.১ “লােহিত রক্তকণিকার আকৃতি দু-পাশ চ্যাপটা এবং চাকতির মতাে”– এর জন্য লােহিত রক্তকণিকার কী সুবিধা হয়? 

উত্তর:– লোহিত রক্তকণিকা তার আকৃতির জন্য যে সুবিধা পায় সেগুলি হল –

 (i) লোহিত কনিকার আকার দুপাশ চ্যাপ্টা আকৃতি হওয়ার ফলে যে কোনো সরু রক্ত নালী দিয়ে সহজে যাতায়াত করতে পারে।

(ii) অধিক পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে।

৩.২ কোশপর্দা ও কোশপ্রাচীরের মধ্যে একটি মিল ও একটি অমিল উল্লেখ করাে। 

উত্তর: কোশপর্দা ও কোশপ্রাচীরের মধ্যে একটি মিল ও একটি অমিল নিম্নে লেখা হল –

কোশ পর্দা ও কোশ প্রাচিরের মধ্যে মিল হল:-
কোশ পর্দা ও কোশ প্রাচীর উভয়ই কোশের বাইরের আবরণ হিসেবে কাজ করে বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। 

কোশ পর্দা ও কোশ প্রাচিরের মধ্যে অমিল হল:-
কোশ পর্দা প্রাণী ও উদ্ভিদ কোশেই থাকে l কোশপ্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোশে থাকে। 

৩.৩ এন্ডােপ্লাজমীয় জালিকার কাজ উল্লেখ করাে।

উত্তর: এন্ডোপ্লাজমিক জলিকার কাজ গুলি নিম্নরুপ –

(i) ER সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে এবং যা যান্ত্রিক কাজে সাহায্য করে।

(ii) ER সাইটোপ্লাজমের কোলয়েডীয় ধাত্রকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।

(iii) মসৃণ এন্ডােপ্লাজমীয় জালিকা ফ্যাট সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে।

(iv) এরা বিপাকীয় কাজে তৈরি বস্তুগুলোকে সক্রিয় ও আলাদা রাখতে সাহায্য করে।

(v) কোশের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় পদার্থের আদানপ্রদানে সাহায্য করে।

৩.৪ যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?

উত্তর: যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র  যে সকল কাজে  ব্যবহার করা হয় তা হল –

(i) ব্যাকটেরিয়া ছত্রাক শৈবালের বিভিন্ন এককোষী ও বহুকোষী জীবের গঠন জানার জন্য এটিকে ব্যাবহার করা হয়।

(iii) কোষের ভিতরে অঙ্গাণু ও কোষের বাইরের পর্দার গঠন জানার জন্য ব্যাবহার করা হয়।

(iii) উদ্ভিদ দেহের বিভিন্ন অংশের (মূল, কাণ্ড ও পাতা) অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য করা হয়।

(iv) উদ্ভিদ দেহের বিভিন্ন অংশের অন্তর্গঠন পরীক্ষার জন্য।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও : (৩x২ = ৬)

৪.১ প্রাইমরডিয়াল ইউট্রিকল কীভাবে সৃষ্টি হয়? 

উত্তর:

সাধারণত উদ্ভিদ কোশে বৃহদাকৃতির কোশ গহ্বর থাকে। উদ্ভিদ কোশে গহ্বরের বাইরে কোন পর্দা থাকে না। তাই যখন গহ্বরের আকার ক্রমশ বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষকোশ প্রাচীরের ভেতর দিকে কোশের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজম এর বিন্যাস তৈরি হয় একেই প্রাইমোরডিয়াল ইউট্রিকল বলে।

৪.২ স্থায়ী কলার কাজ কী কী?

উত্তর: স্থায়ী কলা হল ভাজক কলা থেকে সৃষ্টি কোষযুক্ত কলা যার কোন বিভাজন এর ক্ষমতা নেই। স্থায়ী কলার কাজগুলি হল – 

(i) এই কলা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে।

(ii) স্থায়ী কলা উদ্ভিদে খাদ্য উৎপাদনে সাহায্য করে।

(iii) ক্ষত নিরাময় করা।

(iv) খাদ্য ও জল সংবহনে সাহায্য করে।

(v) এই কলা খাদ্য ও জল সঞ্চয়েও সাহায্য করে।

(vi) বর্জ্য পদার্থ সঞ্চয় করা।

(vii) স্থায়ী কলা উদ্ভিদের খাদ্য উৎপাদনে সাহায্য করে।

প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র- ছাত্রীরা উপরের February Class 8 Model Activity Task Part 2 এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে। আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।

Leave a Comment