সংক্রমণ রোধে টিকাকরণ বা অনাক্রম্যকরণের ভূমিকা কী ?

উত্তর:- টিকাকরণ হল এমন এক ধরনের ব্যবস্থা যাতে কোনো নির্দিষ্ট রোগের মৃত বা দুর্বল বা জীবিত জীবাণু অথবা জীবাণুর দেহ থেকে নিঃসৃত দুর্বল বিষ অর্থাৎ পরিমিত অ্যান্টিজেন নির্দিষ্ট পরিমাণে মানুষের দেহে টিকা বা ভ্যাকসিন হিসেবে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এই পরিমাণ পরিমিত অ্যান্টিজেন দেহে প্রবেশ করালে, ওই অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য দেহে অ্যান্টিবডি তৈরি হয়। ফলে দেহে ওই রোগ প্রতিরোধের জন্য অনাক্রম্যতা গড়ে ওঠে। পরবর্তীকালে সেই রোগের জীবাণু প্রবেশ করলেও, টিকাকরণের ফলে সৃষ্ট অনাক্রম্যতার জন্য দেহে আগে থেকে উপস্থিত অ্যান্টিবডি ওই জীবাণুকে ধ্বংস করে সংক্রমণ রোধ করে।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment