উত্তর:- থার্মোফ্লাস্কের কাচপাত্রের ভিতরের দেয়ালের বাইরের তলে এবং বাইরের দেয়ালের ভিতরের তলে রুপো বা পারদের প্রলেপ দেওয়া থাকে। ফলে দেয়াল দুটি চকচকে হয়। বিকিরণ প্রক্রিয়ায় বাইরের থেকে তাপ ভিতরে প্রবেশ করার সময় বাইরের তলে এবং ভিতর থেকে তাপ বাইরে যাওয়ার সময় ভিতরের তলে প্রতিফলিত হয়ে যথাক্রমে পাত্রের বাইরে ও ভিতরে ফিরে যায়। তাই তাপের বিকিরণ অনেক কম হয়।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।