প্রশ্ন:- তিতুমির তথা ওয়াহাবিরা জমিদার কৃষ্ণদেব রায়ের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন কেন ?
উত্তর:- তিতুমির তথা ওয়াহাবিরা কৃষ্ণদেব রায়ের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ —
প্রথমত, বারাসত অঞ্চলে ওয়াহাবিদের প্রভাব বৃদ্ধি পেলে জমিদার কৃষ্ণদেব রায় তাদের কর্তৃত্ব খর্ব করার জন্য মসজিদ নির্মাণ, মুসলিম নামকরণ এমনকি দাড়ির ওপরও কর ধার্য করেন ।
দ্বিতীয়ত, পাইক বরকন্দাজ দিয়ে তিনি গ্রামের একটি মসজিদে অগ্নি সংযোগ করান এবং ওয়াহাবিদের নামে মিথ্যা অভিযোগ তৈরি করে কাছারিতে এনে ভীষণ নির্যাতন চালান ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গে আপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ।