তিতুমিরকে কেন মনে রাখা হয় ?

প্রশ্ন:- তিতুমিরকে কেন মনে রাখা হয় ?

উত্তর:- তিতুমিরকে মনে রাখা হয়, কারণ —

প্রথমত, বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিতুমির ।

দ্বিতীয়ত, তাঁর নেতৃত্বে ‘বারাসত বিদ্রোহ’ ছিল ধর্মীয় আন্দোলনের মোড়কে অত্যাচারী জমিদার, নীলকর ও ইংরেজ শাসনের বিরুদ্ধে এক গ্রামীণ কৃষকদের প্রতিবাদী আন্দোলন ।

তৃতীয়ত, তিনি হিন্দু – মুসলিমের সমন্বয়ে ঐক্যবদ্ধ বারাসত বিদ্রোহের মাধ্যমে বাংলায় যৌথ সংগ্রামের নজির রেখেছিলেন

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।



Leave a Comment