তপ্তবিন্দু (hotspot) সম্পর্কে যা জানো লেখো ?

উত্তর:- ভূ-অভ্যন্তরের কোথাও কোথাও বিশেষত প্লেট বা পাতের মধ্যস্থলে, আশেপাশের স্থানসমূহের তুলনায় উত্তাপ খুব বেশি হয়। ওই স্থানগুলিকে তপ্তবিন্দু বা hotspot বলে।

 ▪ উদাহরণ:- মধ্য সাহারার টিবেস্টি, আগার, জেবেল মারা প্রভৃতি মহাদেশীয় পাত সীমানার মধ্যস্থলে অবস্থিত তপ্তবিন্দু।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গেআপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

Leave a Comment