TENSE:-
1) সে অমনোযোগী।
Ans:— He/She is inattentive. (Simple Present Tense)
2) স্থানটি স্বাস্থ্যকর ছিল।
Ans:— The place was healthy. (Simple Past Tense)
3) তোমরা ধনী হবে।
Ans:— You will be rich. (Simple Future Tense )
4) তার দুটি নতুন খাতা আছে।
Ans:— He has two new exercise books. (Simple Present Tense)
5) তারা ছুটি পাবে।
Ans:— They will have permission. (Simple Future Tense)
6) সে বেলা চারটে পর্যন্ত খেলতে থাকবে।
Ans:— He will be playing till 4 pm. (Future Continuous Tense)
7) তারা ততক্ষণে বাড়ি পৌঁছে যাবে।
Ans:— They will have reached home by that time. (Future Perfect Tense)
8) দু-দিন চলার পর ট্রেনটা চেন্নাই পৌঁছাবে।
Ans:— The train will reach Chennai after it will have been running for two days. (Future Perfect Continuous Tense)
9) আমি যখন বাড়ি ফিরলাম মা তখন ঘুমোচ্ছিলেন।
Ans:— Mother had been sleeping when I returned home. (Past Perfect Continuous Tense)
10) বর্ষা আরম্ভ হয়েছে।
Ans:— The rains have set in. (Present Perfect Tense)
11) পরীক্ষা দেওয়ার আগে সে অসুস্থ ছিল।
Ans:— He had been ill before he sat for the examination. (Past Perfect Tense)
12) সৌভিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে।
Ans:— Souvik is preparing for the examination. (Present Continuous Tense)
13) গতকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে।
Ans:— It has been raining cats and dogs since yesterday. (Present Perfect Continuous Tense)
14) পরীক্ষার্থীরা অঙ্ক কষছিল।
Ans:— The examinees were working out sums. (Past Continuous Tense)