Translation Exercise For Class 8 [Chapter – 10]

NARRATION:-

24) কল্পনা বলল, “আমার বাবা বাড়িতে নেই। 

Ans:— Kalpana said, “My father is not at home.”

25) কল্পনা বলল যে তার বাবা বাড়িতে নেই। 

Ans:— Kalapana said that her father was not at home

26) তিতির বলবে, “আমি বর্ধমানে গিয়েছিলাম।”

Ans:— Titir will say, “I went to Bardhaman.”

27) তিতির বলবে যে সে বর্ধমান গিয়েছিল। 

Ans:— Titir will say that she went to Bardhaman.

28) দাদু বললেন, “সততাই শ্রেষ্ঠ পন্থা।” 

Ans:— My grandfather said, “Honesty is the best policy.”

29) দাদু বললেন যে সততাই শ্রেষ্ঠ পন্থা।

Ans:— My grandfather said that honesty is the best policy.

30) দিব্যেন্দু বলল, “তারা গতকাল এখানে এসেছিল।”

Ans:— Dibyendu said, “They came here yesterday.”

31) দিব্যেন্দু বলল যে তারা আগের দিন সেখানে গিয়েছিল।

Ans:— Dibyendu said that they had gone there the previous day.

32) সাপুড়েরা আমাকে বলল, “আমরা তখন বাঁশি বাজাচ্ছিলাম।” 

Ans:— The snake charmers said to me, “We were then playing on the flute”.

33) সাপুড়েরা আমাকে বলল যে তারা তখন বাঁশি বাজাচ্ছিল।

Ans:— The snake charmers told me that they had been playing on the flute then.

34) ছেলেটা আমাকে বলল, “আমটা কি মিষ্টি?”

Ans:— The boy said to me, “Is the mango sweet?”

35) আমটা মিষ্টি কি না তা ছেলেটা আমার কাছে জানতে চাইল। 

Ans:— The boy asked me if the mango was sweet.

36) তাপস সায়নীকে বলল, “তুমি হাসছ কেন?”

Ans:— Tapas said to Sayani, “Why are you laughing?”

37) সায়নী হাসছে কেন তা তাপস জানতে চাইল।

Ans:— Tapas asked why Sayani was laughing.

Leave a Comment