ভবিষ্যৎ কালের ভাগগুলি লেখো ?

উত্তর:- যে কাজ ভবিষ্যতে হবে তার কালকে ভবিষ্যৎ কাল বলা হয়। ভবিষ্যৎ কালের ভাগগুলি হলো –
[১] সাধারণ বা সামান্য ভবিষ্যৎ:— কোনো কাজ সাধারণভাবে ভবিষ্যতে হবে বোঝালে তাকে সাধারণ বা সামান্য ভবিষ্যৎ বলে।
 ▪ যেমন:— (১) আমরা বেড়াতে যাব । (২) দিদিমণি পড়াতে আসবেন।

[২] ঘটমান ভবিষ্যৎ:— কোনো কাজ ভবিষ্যতে ঘটতে থাকবে বোঝালে সেই ক্রিয়ার কালকে ঘটমান ভবিষ্যৎ বলে।
 ▪ যেমন:— (১)আমরা এ কথা বলতে থাকব। (২) পাগলের মতো একই কথা বলে যাবে।

[৩] পুরাঘটিত ভবিষ্যৎ:— কোনো কাজ অতীতে হয়তো হয়েছিল বা বর্তমানে হয়তো হয়েছে, এরূপ সন্দেহ বোঝালে সেই ক্রিয়ার কালকে পুরাঘটিত ভবিষ্যৎ বলে। এটি ভবিষ্যৎ কাল হলেও এর মধ্যে অতীত কালের একটা ইঙ্গিত থাকে। সেজন্য এই কালকে সন্দিগ্ধ অতীত বলেও অভিহিত করা হয়।
যেমন:— (১) এতক্ষণে তিনি হয়তো স্টেশনে পৌঁছে থাকবেন । (২) রুম্পাই মনে হয় আগামীকালের ম্যাচটা জিতে থাকবে। (৩) ততক্ষণে খেলাটা শেষ হয়ে যাবে ।

[৪] ভবিষ্যৎ অনুজ্ঞা:— ভবিষ্যতের জন্য কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা প্রভৃতি বোঝানো হলে তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে।
যেমন:— (১) আমি চিঠি না দেওয়া পর্যন্ত এ চিঠির উত্তর দিও না। (২) রাতের খাবারটা ভালো করে খেও। (৩) অপু না আসা পর্যন্ত তুই স্টেশনে অপেক্ষা করবি।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গেআপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

Leave a Comment